#সরকারি প্রাথমিক বিদ্যালয়
Explore tagged Tumblr posts
marjanrahmanrabby · 1 month ago
Text
Tumblr media
খুলনা জেলার দক্ষিণ অঞ্চলের পাইকগাছা থানার একটা অজপাড়াগাঁয়ের নাম গজালিয়া গ্রাম। অবহেলিত, বঞ্চিত শিক্ষার আলোবিহীন একটা গ্রাম। ঝোপ-ঝাড়-বনাঞ্চল, নদী আর খাল, পাখ-পাখালীর কলরবে ভরা এ গ্রাম। গ্রামের শ্রদ্ধেয় মুরুব্বী জহির উদ্দীন সরদার বাছতুল্লাহ সরদার, দেলদার সরদার এরা মিলে জায়গা দিয়ে তৈরী হয় স্কুল ঘর। সেখানে জয়নাল আবেদীন সরদার ও দেলদার সরদার ও গ্রামের লোকজন সম্মিলিতভাবে ছাত্রছাত্রী জোগাড় করে শুরু হয় গজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা। পরে আমি খুলনা ��েকে লেখাপড়া ছেড়ে গ্রামে চলে আসি এবং ক্লাশ নেয়া শুরু করি।
স্কুলের প্রতি, লেখাপড়ার প্রতি আমার আগ্রহ দেখে স্কুল গড়ার দায়-দায়িত্ব আমার উপরে অর্পিত হলো। আমার বড়ভাই আলহাজ্ব আজিজুর রহমান বিশ্বাস, বাছতুল্লাহ সরদার, জয়নাল আবেদীন সরদার, দেলদার আহমেদ সরদারসহ অন্যান্যরা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগীতা করতেন। আমিও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে স্কুলকে গড়ে তোলার প্রচেষ্টা চালাই। আজকের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐ সময় থানা শিক্ষা অফিসার (টি.ও) ছিলেন জনাব কুদরতউল্লাহ, তিনি অত্যন্ত ভাল লোক ছিলেন এবং শিক্ষার প্রতি ছিল অসীম আগ্রহ। তিনি আমাদের স্কুলের কর্মকান্ডে বেশ সন্তুষ্ট ছিলেন, স্কুল পরিচালনার ব্যাপারে নানা প্রকার উপদেশ দিতেন যা ছিল আমাদের জন্য মূল্যবান। তিনি প্রায়ই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতেন এবং সময় সুযোগ করে আমাদের স্কুলে আসতেন, ভিজিট করতেন, রিপোর্ট দিতেন। উল্লেখ করা আবশ্যক যে, ক্লাশে গিয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতেন তাদের নানা ধরণের উপদেশ দিতেন আরো উল্লেখ করা যায় যে, এ অঞ্চলে এলেই তিনি আমারই অতিথি হতেন, আমি সাধ্যমত তাকে খাওয়া- দাওয়া ও আপ্যায়ন করতাম। কুদরত উল্লাহ সাহেব ধীরে ধীরে আমার ব্যক্তিগত বন্ধুতে পরিণত হন যার ফলে আমাদের স্কুলের জন্য সরকার থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকার মঞ্জুরী দেয়ার ব্যবস্থা করেন। ঐ সময় জনাব নজরুল ইসলাম প্রধান শিক্ষক ছিলেন। আমরা গ্রামবাসী মিলিতভাবে জলকরের টাকা থেকে স্কুল করার জন্য ১২,০০০ (বার হাজার) টাকা দেন যা দিয়ে প্রতিটি কক্ষ ২২ ফুট লম্বা এবং ১৮ ফুট প্রশস্ত বিশিষ্ট পাঁচটা কক্ষ তৈরী করা হয়। কিন্তু বারান্দার কাজ বাকী থাকে তখন আমার বড় ভাই আমাকে নিজের টাকা দিয়ে কাজটা সমাপ্ত করার জন্য বললে আমি নিজের ১৪০০/- টাকা খরচ করে স্কুল ভবনের কাজ সমাপ্ত করি।
আমার স্কুলের কাজ কর্মে সন্তুষ্ট হয়ে প্রতিবারই আমাকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদের দায়িত্ব দিতেন। আর আমিও যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতাম, ফলে ইং ১৯৬৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা ঐ দায়িত্ব পালন করি। আমি ছাত্রছাত্রী জোগাড় করা, বাড়ী বাড়ী ��িয়ে অভিভাবকদের বুঝিয়ে গরীব ছাত্র-ছাত্রীদের স্কুলে আনার ব্যবস্থা করতাম। আজ এ স্কুল থেকে লেখা পড়া শিখে অনেকেই স্কুল ও গ্রামের নাম উজ্জ্বল করেছে এজন্য আমি খুবই খুশী।
আমি এ বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করি।
গজালিয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও উন্নয়ন -----লেখাঃ আলহাজ্ব আতিয়ার রহমান বিশ্বাস।
0 notes
sabarkantho · 8 months ago
Text
রূপগঞ্জে ১২শ দুস্থ পরিবারকে আইনজীবীর অর্থ প্রদান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২শ দুস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন চেয়ারম্যান প্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কবির হোসেন। প্রত্যেক পরিবারকে ৫’শ করে টাকা দেওয়া হয়। বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার কুদুর মার্কেট পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ, ৯৬ নং হারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ভক্তবাড়ী বাসস্ট্যান্ডে এই অর্থ বিতরণ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কবির হোসেন…
Tumblr media
View On WordPress
0 notes
sattokhoborlive · 1 year ago
Text
তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা 
তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।    আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।  ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।    এ বিষয়ে দেওয়া প্রাথমিক ও গণশিক্ষা…
Tumblr media
View On WordPress
0 notes
fire--of--hell · 2 years ago
Text
মিলবো সবাই প্রাণে প্রাণে
শেকড়ের টানে,
প্রিয় প্রাঙ্গণে
স্মৃতির বাতিঘরে...🖤
সুবর্ণজয়ন্তী ২০২৩
📍 গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
Tumblr media
0 notes
24x7newsbengal · 2 years ago
Link
0 notes
cascphotographsclub · 2 years ago
Text
মোঃ জনি হোসেন একজন বাংলাদেশী তরুণ সেচ্ছাসেবী,জলবায়ু কর্মী, উদ্যোক্তা,রোভার স্কাউট,তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত।মোঃজনি হোসেন ২০০৩ সালে ৪ ই জুলাই তার স্থানীয় ঠিকানা কুমিল্লা জেলার সবুজে ঘেরা হোমনা উপজেলার মনিপুর নামক ছোট্ট গ্রামে তার জন্ম।কিন্ত তার বেড়ে ওঠা ঢাকা,তেজগাঁও শাহিনবাগ এলাকায়,তিনি জন্ম কুমিল্লা জেলা হোমনা উপজেলা মনিপুর গ্রামে হলেও পড়াশোনার করছেন ঢাকাতে ।বর্তমানে তিনি ঢাকা শাহিনবাগ তেজগাঁও বসবাস করতাছেন।তার বাবা নাম মোঃহানিফ হোসেন মাতা নাম নুরজাহান বেগম।তিনি ঢাকায় অবস্থিত তেজগাঁও নাখালপাড়া সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করেন ২০১৫ সালে এবং রাজধানীর ঢাকা পুরান এয়ারপোর্ট অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ২০১৮ সালে জেএসসি এবং ২০২১ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ করেন।বর্তমানে তিনি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ মানবিক বিভাগে একাদশ শ্রেণিতে অধায়ন করছে।তিনি বিডি ক্লিন,রক্তসংঘ ফাউন্ডেশন, সেইভ ফিউচার বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংস্থা সাথে যুক্ত আছেন।তিনি বাংলাদেশ স্কাউট ঢাকা জেলার ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ একজন রোভার এছাড়া তিনি বাংলা উইকিপিডিয়া অবদান রাখছেন।তিনি ২০২০ সালে তার যখন তিনি নবম ���্রেনিতে পড়তেন যখন স্কুল স্টুডেন্ট ভলেন্টিয়ার অরগানাইজ নামে সর্ব প্রথম সদস্য হোন।পরে করোনা দেখা দিলে স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে সেই সংগঠন কাজ বন্ধ হয়ে যায়।পরে যখন করোনা কিছু টা সাভাস্বিক হয় তখন তিনি আরো কিছু সেচ্ছাসেবী সংগঠন সাথে কাজ শুরু করেন।তারপর থেকেই শুরু তার স্বেচ্ছাসেবামূলক কাজে যাত্রা।বর্তমানে তিনি যুক্ত আছে ‘বিডি ক্লিন ঢাকা মহাখালী জোন লজিস্টিক সদস্য।তিনি সর্ব প্রথম বিডি ক্লিন সংগঠন সাথে যুক্ত হোন ৪ মার্চ ২০২১ সালে। বিডি ক্লিন সাথে ফারমগেট ইভেন্টে মাধ্যমে তার বিডি ক্লিন সাথে যাত্রা শুধু হয়।এর পর তিনি ১৫ ই আগস্ট ২০২১ সালে লজিস্টিক সদস্য হিসেবে দায়িত্ব পান এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা অন্যতম স্কাউট ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ বর্তমান সহকারি রোভার মেট এছাড়া তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ দপ্তর, প্রচার ও প্রকাশনা।মোঃজনি হোসেন জানান তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ সম্পর্কে জানতে পারে তার এক বড় ভাইয়া কাছে থেকে।তার সেই বড় নাম ছিলো রকি। তিনি ছিলে তখন ঈগলস ওপেন স্কাউট গ্রুপ এসআরএম। তার কাছ থেকে তিনি স্কাউট সম্পর্কে জানতে পারেন।এর পর থেকে সহচর ক্লাস করার শুরু করে এবং ২৮ই জানুয়ারি ২০২২ শরীয়তপুরে দীক্ষা ক্যাম্পে মাধ্যমে তার দীক্ষা হয়।এর পর তিনি প্রথম ক্যাম্পে করেন বঙ্গবন্ধুর ডে ক্যাম্প মাধ্যমে তার স্কাউট যাত্রা শুরু হয়।এছাড়া তিনি সেইভ ফিউচার বাংলাদেশ একজন পরিবেশ ও জলবায়ুকর্মী। মোঃজনি হোসেন জানান সেইভ ফিউচার বাংলাদেশ সম্পর্কে জানতে পারি ফেসবুক মাধ্যমে।পরে সেইভ ফিউচার বাংলাদেশ প্রধানসমন্বয়ক নয়ন সরকার ভাইয়া কাছে আরো বিস্তারিত জানি এবং নয়ন ভাইয়া আমাকে বিভিন্ন জলবায়ু প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিউজ দেন।আমি আরো গুগল জলবায়ু সম্পর্কে জানতে পারি এবং তা নিয়ে কাজ করতে চাই। মোঃজনি হোসেন বাংলা উইকিপিডিয়ান অবদানকারীও। তিনি বাংলা উইকিপিডিয়াতে ছোট ছোট সম্পাদনায় করার মাধ্যমে বাংলা লেখালেখি শুরু করেন।তিনি জানান উইকিপিডিয়ার সাথে প্রথম পরিচয় একজন পাঠক হিসেবে ২০২০ সালে এর দিকে। উইকিপিডিয়ায় মাতৃভাষাকে সমৃদ্ধ করার ইচ্ছে নিয়েই ২৯ ই অক্টোবর ২০২১ সালের থেকে সম্পাদনা অবদার রাখার চেষ্টা করি।আশা করি বাংলা ওকিপিডিয়া অবদান রাখা চেষ্টা করবো।
0 notes
somoysangbad24 · 2 years ago
Text
ইভিএমে ত্রুটি, জাপার মেয়র প্রার্থীর ভোট দিতে ৩০ মিনিট দেরি
ইভিএমে ত্রুটি, জাপার মেয়র প্রার্থীর ভোট দিতে ৩০ মিনিট দেরি
সময় সংবাদ রিপোর্টঃ  রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে জাতী��় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা��ে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি। সেসময় ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন…
Tumblr media
View On WordPress
0 notes
rajshahitimes · 2 years ago
Text
ডিবিসি'র ক্যামেরাম্যানসহ তিন ফটো সাংবাদিকের উপর হামলা
ডিবিসি’র ক্যামেরাম্যানসহ তিন ফটো সাংবাদিকের উপর হামলা
তালুকদার মোঃ মাস্উদ বরগুনা সদর উপজেলার ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিউজ সংগ্রহ করতে গিয়ে স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি, এটিএন বাংলা ও মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান হামলার শিকার হয়েছেন। এসময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করা হয় গতকাল রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। আহত ক্যামেরাম্যানদের বরগুনা সদর…
Tumblr media
View On WordPress
0 notes
dailytolper · 2 years ago
Text
রাজারহাটে বিনামূল্যে গরুর তড়কা রোগের টিকা প্রদান
রাজারহাটে বিনামূল্যে গরুর তড়কা রোগের টিকা প্রদান
রতি কান্ত রায়, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ছিনাই ইউনিয়নের কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রী গবাদি পশু-পাখির টিকা প্রদান কর্মসূচির আয়োজন করেছে উদ্দীপন কাঁঠালবাড়ি শাখা। বুধবার (৭ ডিসেম্বর) এই টিকা প্রদান কর্মসূচির আওতায় প্রায় ১২০টি গরুর তড়কা রোগের টিকা প্রদান করা হয়। উক্ত টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্দীপন কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, কাঁঠালবাড়ি…
Tumblr media
View On WordPress
0 notes
cbn24 · 2 years ago
Text
ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
#শিক্ষক #জেল
আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নারী অফিস সহায়ককে ধর্ষণের অভিযোগে হাবিবুল ইসলাম নামের এক প্রধান শিক্ষককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।রবিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার সদর ইউনিয়��ের রুপালি কেশবা গ্রামের কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়।আটককৃত প্রধান শিক্ষক মুসা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়…
Tumblr media
View On WordPress
0 notes
amadernikli · 2 years ago
Text
সাংবাদিক ছড়াকার আহমাদ আমিনের মায়ের ইন্তেকাল
সাংবাদিক ছড়াকার আহমাদ আমিনের মায়ের ইন্তেকাল
বিশেষ প্রতিনিধি ।। সাংবাদিক, ছড়াকার আহমাদ আমিনের মা সমাজসেবী শামসুন্নাহার বেগম শুক্রবার (২৫ নভেম্বর ২০২২) রাতে করিমগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। একই দিন বাদ জুমা খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুমার ছেলে আহমাদ আমিন আত্মার…
Tumblr media
View On WordPress
0 notes
khansamabarta-blog · 8 years ago
Photo
Tumblr media
চলতি মাসেই ১৭ হাজার নিয়োগ  চলতি মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ১৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পাচ্ছেন। পুল ও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্য থেকে এ নিয়োগ দেয়া হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) নির্দেশনা পাঠানো হয়েছে। এ নিয়োগের পরও সহকারী শিক্ষকের অন্তত ১৭ হাজার পদ শূন্য থাকবে। এছাড়াও প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৫ হাজারের বেশি। সহকারী শিক্ষক নিয়োগে সরকারের এ সিদ্ধান্তে পুল-প্যানেলের এসব প্রার্থীর বিগত ৪ বছরের বেশি দিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এদিকে, বরিশাল, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলা শিক্ষা অফিসে নিয়োগের বিনিময়ে মোটা অংকের অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ কারণে নিয়োগ প্রত্যাশীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই ‘ঘুষ’ দেয়া থেকে বাঁচতে প্রভাবশালীদের কাছে ধরনা দিচ্ছেন। গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে অভিযোগও জমা পড়ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান বলেন, পুল-প্যানেলের অবশিষ্ট প্রার্থীদের ৩০ মার্চের মধ্যে নিয়োগ দিতে নির্দেশনা পাঠানো হয়েছে। আদালতের রায়ের আলোকে এই কাজটি করলেও একে (রায়) শিক্ষকের শূন্যপদ পূরণের উপায় হিসেবে আমরা নিয়েছি। তিনি আরও বলেন, এ নিয়োগের নামে যদি কেউ কোথাও অর্থ নেন বা দাবি করেন- প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি লিখিতভাবে প্রমাণ দেয়ার জন্য ভুক্তভোগীদের অনুরোধ জানান। বর্তমানে ৬৫ হাজার নতুন-পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষকের পদ খালি আছে। এর মধ্যে ১৬ হাজার প্রধান শিক্ষকের, বাকিরা সহকারী শিক্ষক। এর মধ্যে গত আগস্টে ৩৪তম বিসিএস থেকে ৮৯৮ জনকে প্রধান শিক্ষকের পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এখন সহকারী শিক্ষকের পদ পূরণের উদ্যোগ নেয়া হল। ডিপিইওদের কাছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে নিয়োগে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত অবশিষ্ট ৭ হাজার ২১৮ জন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলভুক্ত ১০ হাজার ২৫৫ জনকে নিয়োগের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। এতে প্যানেলভুক্তদের বিদ্যালয়বিহীন এলাকায় স্থাপিত নতুন ও জাতীয়করণকৃত স্কুলে এবং পুলভুক্তদের সরকারি স্কুলে নিয়োগ করতে বলা হয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর নিজ এলাকা ও উপজেলা অগ্রাধিকার দিতে হবে। শূন্য পদ না থাকলে পর্যায়ক্রমে পার্শ্ববর্তী উপজেলা, জেলা বা বিভাগে দিতে হবে। প্যানেলের মেয়াদ গত বছরের ৯ এপ্রিল শেষ হওয়ায় ২ বছর (মেয়াদ) বাড়ানো হয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলা শিক্ষা ��র্মকর্তা ছিদ্দিকুর রহমান মোবাইল ফোনে জানান, পুল ও প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের লক্ষ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। আমরা তা পাঠিয়ে দিয়েছি। জেলা থেকে এখন শিক্ষক নিয়োগ দেয়া হবে। রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের লক্ষ্যে ২০১০ সালের ২১ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। তখন আবেদনকারীদের পরীক্ষা নিয়ে ২০১২ সালের ৮ এপ্রিল ৪২ হাজার ৬১১ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। তাদের মধ্যে তখন ১০ হাজার ৫১৪ জন নিয়োগ পান। বাকি ২৮ সহস াধিকের নিয়োগ ঝুলে ছিল। পরে প্রার্থীদের মামলার কারণে গতবছর কিছু নিয়োগ পান। বাকি ৭ হাজার ২১৮ জন নিয়োগ পাচ্ছেন এখন। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের লক্ষ্যে ২০১১ সালের ৪ আগস্ট বিজ্ঞপ্তি দিয়ে নেয়া পরীক্ষায় ২৭ হাজার ৭২০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে তখন ১২ হাজার ৭০১ জনকে শূন্য পদে নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে এক নীতিমালার আলোকে পুলভুক্ত করে রাখা হয়। কথা ছিল, পুলের শিক্ষকরা উপজেলায় সংযুক্ত থাকবেন। যখন যে স্কুলে শিক্ষকের সংকট দেখা দেবে- সেখানে সাময়িকভাবে পদায়ন করা হবে। কিন্তু এক সময়ে এসব প্রার্থীর প্রত্যাশা বেড়ে যায়। ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সরকার সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলে পুলভুক্তরা মামলা করেন। স্থায়ী নিয়োগ না দিয়ে বিজ্ঞপ্তি দেয়ায় এর (বিজ্ঞপ্তি) বৈধতা চ্যালেঞ্জ করা হয় এতে। এরপর আরও একাধিক মামলা হয়। এসব মামলার রায়ের আলোকেই এখন নিয়োগ পাচ্ছেন পুলভুক্তরা। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, স্কুলে শিক্ষকের অনেক শূন্যপদ আছে। এবার পুল-প্যানেলের কোনো প্রার্থী আর নিয়োগবঞ্চিত থাকবেন না। সূত্র - দৈনিক শিক্ষা
0 notes
sattokhoborlive · 1 year ago
Text
কুষ্টিয়ার কুমারখালীতে ছিনতাইকারীর কবলে স্কুল শিক্ষিকা
কুষ্টিয়া কুমারখালী সরকারি গার্লস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যার পর ঔষধ কিনতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারালেন কুমারখালী অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার (৪৫)। সাহকারি শিক্ষিকা নার্গিস আক্তার এলঙ্গী পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী বলে জানা যায়। পরিবার ও স্থানীয়দের তথ্য মতে জানা যায়, (২৮ মে) রবিবার সন্ধ্যার পর শহরের এলঙ্গী পাড়ার…
Tumblr media
View On WordPress
0 notes
topnews24online · 2 years ago
Text
নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চাপড়া ও কাঠখৈর বিদ্যালয় চ্যাম্পিয়ন
নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চাপড়া ও কাঠখৈর বিদ্যালয় চ্যাম্পিয়ন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বুধবার বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়। বালক দলের ফাইনাল খেলায় নিয়ামতপুর উপজেলার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রা��ব্রেকারে ৪-৩ গোলে ধামইরহাট উপজেলার কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা দলের খেলায় নওগাঁ সদর…
Tumblr media
View On WordPress
0 notes
24x7newsbengal · 2 years ago
Text
লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, সঙ্গে পুরনোদের মানভঞ্জন! মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনী
Tumblr media
রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : জনসংযোগের লক্ষ্যে শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের নগরের কিশান মান্ডি ময়দানে অনুষ্ঠিত হলো খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী ও এই বিশেষ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো । এই বিজয়া সম্মিলনীর মোড়কেই আসলে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার এবং জনসংযোগের কাজ শুরু করে দিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তাতে তাঁরা উজ্জীবিত হবেন বলে আশা করছেন । আর সংগঠনের কাজে আরও মনোনিবেশ করবেন। ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে ,সিনিয়র-জুনিয়র সবাই মিলে একসঙ্গে কাজ করবেন। সবাই হাজির ছিলেন এই কর্মসূচিতে।বিজয়া সম্মিলনীর এই কর্মসূচি কীভাবে পালন করতে হবে তা আগেই দলের সব বিধায়ক, জনপ্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর মঞ্চে খড়গ্রাম ব্লকের সভাতে প্রত্যেক বুথ থেকে দু’‌ জন করে প্রায় ৫০০ কর্মীকে সংর্ধনা দেওয়া হয় । দলের পুরনো কর্মীদের ও এই সংর্ধনা দেওয়া হয় । এই কর্মী নির্বাচন করতে হবে ২০১১ সালকে ‘‌বেঞ্চ মার্ক’‌ ধরে নিয়ে। অর্থাৎ, আদি ��ৃণমূল হতে হবে।বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগের মাধ্যমে আরও নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে । একই সঙ্গে দলে যে নতুন-পুরানো কোনও দ্বন্দ্ব নেই খড়গ্রাম ব্লক নেতৃত্বের মধ্যে , সেটা বুঝিয়ে দেওয়া হয় শনিবারের সভা থেকেই । ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এলাকায় এই সম্মেলন করে সংবর্ধনা দেওয়া হয় দলের পুরনো নেতা–কর্মীদের মঞ্চে ডেকে ফুলের তোড়া এবং দলীয় উত্তরীয় পরিয়ে মিষ্টি মুখ সহযোগে এই সংবর্ধনা দেওয়া হয় । বহুবছর ধরেই পুজোর পর বিজয়া সম্মিলনী করে আসছে দল। তবে এবার বিজয়া সম্মিলনীর গুরুত্ব আলাদা। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দলের শীর্ষ নেতৃত্ব চাইছেন,তৃণমূল কংগ্রেসের সব স্তরের নেতা-কর্মীরা যত বেশি করে সম্ভব মানুষের কাছে যান। তাঁদের সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। বাংলার উন্নয়ন, কেন্দ্রের অবিচার, অন্য রাজ্যের তুলনায় বাংলায় উচ্চমানের জীবনযাপন, কেন্দ্রের আর্থিক বৈষম্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কর্মসংস্থানের সদিচ্ছা সহ সাধারণ মানুষ সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না তা দেখুন। তাঁদের পাশে থাকার বার্তা দিলেন বক্তব্যের মাধ্যমে সভায় উপস্থিত জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব । সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও জঙ্গীপুর লোকসভার সাংসদ জনাব খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ও খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জনাব শামসের আলী মোমিন, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী,বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ,মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও বহরমপুর পৌরসভার সদস্য ভীষ্মদেব কর্মকার, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মন্ডল , বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, কান্দী ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি ওসমান গনি, কান্দী পৌরসভার কাউন্সিলর সুকন্যা দত্ত সহ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শাখা সংগঠনের সভাপতিগণ। সভাশেষে সাংবাদিক দের মুখোমুখি হয়ে বিধায়ক আশীষ মার্জিত বলেন, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে খড়গ্রাম ব্লক আবারও বিরোধীশূন্য হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। Read the full article
0 notes
cascphotographsclub · 2 years ago
Text
মোঃ জনি হোসেন স্বেচ্ছাসেবক হয়ে ওঠে গল্প
মোঃ জনি হোসেন একজন বাংলাদেশী তরুণ সেচ্ছাসেবী,জলবায়ু কর্মী, উদ্যোক্তা,রোভার স্কাউট,তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত।মোঃজনি হোসেন ২০০৩ সালে ৪ ই জুলাই তার স্থানীয় ঠিকানা কুমিল্লা জেলার সবুজে ঘেরা হোমনা উপজেলার মনিপুর নামক ছোট্ট গ্রামে তার জন্ম।কিন্ত তার বেড়ে ওঠা ঢাকা,তেজগাঁও শাহিনবাগ এলাকায়,তিনি জন্ম কুমিল্লা জেলা হোমনা উপজেলা মনিপুর গ্রামে হলেও পড়াশোনার করছেন ঢাকাতে ।বর্তমানে তিনি ঢাকা শাহিনবাগ তেজগাঁও বসবাস করতাছেন।তার বাবা নাম মোঃহানিফ হোসেন মাতা নাম নুরজাহান বেগম।তিনি ঢাকায় অবস্থিত তেজগাঁও নাখালপাড়া সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করেন ২০১৫ সালে এবং রাজধানীর ঢাকা পুরান এয়ারপোর্ট অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ২০১৮ সালে জেএসসি এবং ২০২১ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ করেন।বর্তমানে তিনি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ মানবিক বিভাগে একাদশ শ্রেণিতে অধায়ন করছে।তিনি বিডি ক্লিন,রক্তসংঘ ফাউন্ডেশন, সেইভ ফিউচার বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংস্থা সাথে যুক্ত আছেন।তিনি বাংলাদেশ স্কাউট ঢাকা জেলার ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ একজন রোভার এছাড়া তিনি বাংলা উইকিপিডিয়া অবদান রাখছেন।তিনি ২০২০ সালে তার যখন তিনি নবম শ্রেনিতে পড়তেন যখন স্কুল স্টুডেন্ট ভলেন্টিয়ার অরগানাইজ নামে সর্ব প্রথম সদস্য হোন।পরে করোনা দেখা দিলে স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে সেই সংগঠন কাজ বন্ধ হয়ে যায়।পরে যখন করোনা কিছু টা সাভাস্বিক হয় তখন তিনি আরো কিছু সেচ্ছাসেবী সংগঠন সাথে কাজ শুরু করেন।তারপর থেকেই শুরু তার স্বেচ্ছাসেবামূলক কাজে যাত্রা।বর্তমানে তিনি যুক্ত আছে ‘বিডি ক্লিন ঢাকা মহাখালী জোন লজিস্টিক সদস্য।তিনি সর্ব প্রথম বিডি ক্লিন সংগঠন সাথে যুক্ত হোন ৪ মার্চ ২০২১ সালে। বিডি ক্লিন সাথে ফারমগেট ইভেন্টে মাধ্যমে তার বিডি ক্লিন সাথে যাত্রা শুধু হয়।এর পর তিনি ১৫ ই আগস্ট ২০২১ সালে লজিস্টিক সদস্য হিসেবে দায়িত্ব পান এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা অন্যতম স্কাউট ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ বর্তমান সহকারি রোভার মেট এছাড়া তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ দপ্তর, প্রচার ও প্রকাশনা।মোঃজনি হোসেন জানান তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ সম্পর্কে জানতে পারে তার এক বড় ভাইয়া কাছে থেকে।তার সেই বড় ন��ম ছিলো রকি। তিনি ছিলে তখন ঈগলস ওপেন স্কাউট গ্রুপ এসআরএম। তার কাছ থেকে তিনি স্কাউট সম্পর্কে জানতে পারেন।এর পর থেকে সহচর ক্লাস করার শুরু করে এবং ২৮ই জানুয়ারি ২০২২ শরীয়তপুরে দীক্ষা ক্যাম্পে মাধ্যমে তার দীক্ষা হয়।এর পর তিনি প্রথম ক্যাম্পে করেন বঙ্গবন্ধুর ডে ক্যাম্প মাধ্যমে তার স্কাউট যাত্রা শুরু হয়।এছাড়া তিনি সেইভ ফিউচার বাংলাদেশ একজন পরিবেশ ও জলবায়ুকর্মী। মোঃজনি হোসেন জানান সেইভ ফিউচার বাংলাদেশ সম্পর্কে জানতে পারি ফেসবুক মাধ্যমে।পরে সেইভ ফিউচার বাংলাদেশ প্রধানসমন্বয়ক নয়ন সরকার ভাইয়া কাছে আরো বিস্তারিত জানি এবং নয়ন ভাইয়া আমাকে বিভিন্ন জলবায়ু প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিউজ দেন।আমি আরো গুগল জলবায়ু সম্পর্কে জানতে পারি এবং তা নিয়ে কাজ করতে চাই। মোঃজনি হোসেন বাংলা উইকিপিডিয়ান অবদানকারীও। তিনি বাংলা উইকিপিডিয়াতে ছোট ছোট সম্পাদনায় করার মাধ্যমে বাংলা লেখালেখি শুরু করেন।তিনি জানান উইকিপিডিয়ার সাথে প্রথম পরিচয় একজন পাঠক হিসেবে ২০২০ সালে এর দিকে। উইকিপিডিয়ায় মাতৃভাষাকে সমৃদ্ধ করার ইচ্ছে নিয়েই ২৯ ই অক্টোবর ২০২১ সালের থেকে সম্পাদনা অবদার রাখার চেষ্টা করি।আশা করি বাংলা ওকিপিডিয়া অবদান রাখা চেষ্টা করবো।
0 notes